জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নাশকতার মামলার ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে জামালপুর সদর এলাকা থেকে তিনি গ্রেফতার হন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশরাফুল আলম মানিক স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর থেকেই পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি যমুনা সার কারখানা নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, পরিবহণ চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন। ইউনিয়ন পরিষদের নামে বরাদ্দকৃত এডিপি, এলজিএসপি, ইজিপিপি, টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এছাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার নেতৃত্বে যমুন সার কারখানা এলাকায় সংঘাত ও রক্তপাত লেগেই ছিল। তার বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া জানান, নাশকতার মামলায় অজ্ঞাত আসামী হিসেবে চেয়ারম্যান মানিককে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments