Image description

শরীয়তপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত একটি পার্কের ডিজিটাল মনিটরে ‘শেখ এর বেটি আসবেই, জয় বাংলা-জয় শেখ হাসিনা’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। ওই লেখা ভেসে ওঠার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানায়, শহরের তুলাশার মৌজায় জেলা শিল্পকলা একাডেমি মাঠের পাশে ‘শরীয়তপুর পার্ক’ নামে একটি পার্ক নির্মাণ করেছে জেলা প্রশাসন। ওই পার্ক পরিচালনা করছে জেলা প্রশাসনের নেজারত শাখা। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য পার্কটি খোলা থাকে। ৩০ টাকা টিকিট দিয়ে পার্কে প্রবেশ করতে হয়। এরপর ভেতরে শিশুদের নানা ধরনের রাইডে চড়ার সুযোগ রয়েছে। পার্কটিতে প্রতিদিন জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মচারীরা ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে থাকেন।

পার্কের প্রবেশপথের পাশে টিকিট কাউন্টার। তার পাশে সীমানাপ্রচীরের ওপর একটি ডিজিটাল মনিটর লাগানো রয়েছে। সেখানে সাধারণ টিকিটের মূল্য প্রদর্শিত হয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ডিজিটাল মনিটরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পার্কের টিকিট কাউন্টারে বসে দায়িত্ব পালন করছেন একজন লোক। কাউন্টারের পাশে সীমানাপ্রাচীরের ওপরে একটি ছোট মনিটর। তাতে ‘শেখ এর বেটি আসবেই, জয় বাংলা-জয় শেখ হাসিনা’ লেখা ভেসে উঠছে।

শরীয়তপুর জেলা ছাত্রলীগ নামের একটি ফেসবুক পেজ থেকে রোববার বিকেলে ওই ভিডিও শেয়ার করা হয়। ঘটনাটি জানাজানি হলে রোববার সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পার্কের ডিজিটাল মনিটরটি খুলে ফেলা হয়।

ঘটনা তদন্ত করার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন।

তদন্ত কমিটির এই সদস্য বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ওই ডিজিটাল মনিটরটি নামিয়ে ফেলা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। কারা এ ঘটনায় যুক্ত, তা তদন্তের পর বলা যাবে। ঘটনাটি তদন্ত করার জন্য পার্কে থাকা ও আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

মানবকণ্ঠ/এসআরএস