Image description

কাশিমপুর কারা ফটকে বিক্ষোভের পর মুক্তি পেলেন মাওলানা মুহিবুল্লাহ। মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় তাঁকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। ২০২৩ সালের ২৩ মার্চ বিলাইছড়ি থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার হন তিনি। ওই মামলায় গত ৩০ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান তিনি। 

জানা গেছে, মাওলানা মুহিবুল্লাহ উচ্চ আদালত থেকে জামিন পান। অভিযোগ উঠেছে, এরপরও তাঁকে মুক্তি না দিয়ে এবং আটক রাখেন জেলার ও জেল সুপার। এ ঘটনায় আদালতের রায় অবমাননার প্রতিবাদে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যানারে মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁর অনুসারীরা। পরে গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় তাঁকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান জানান, জামিনের কাগজ পাওয়ার পর তা যাচাই-বাছাই করেই তাকে মঙ্গলবার বিকেলে মুক্তি দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/এসআর