Image description

মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শহরের পুরান বাজারে প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা মিলে এসব স্থাপনা ভাঙচুর চালায়। এছাড়া জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ ও মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলযোগে ৪০ থেকে ৫০ জন লোক পুরান বাজারে এসে উপস্থিত হন। পরে সেখানে থাকা ৩ তলা ভবনের আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর করা হয়।  এ সময় অফিসের সামনের দেয়াল ও দরজা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা ধরে ভাঙচুর করার পর সেখান থেকে চলে যান তারা। 

বিক্ষুব্ধ ছাত্র-জনতার দাবি, এটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি। তারা আবারও নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। স্বৈরশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগ। 

মানবকণ্ঠ/এসআর