![Image description](https://manage.manobkantha.com/files/img/202502/f645380a168e746f679c0abb32e89d88.jpg)
ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর পরিত্যক্ত বাড়িতে ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি শহরের রোনালসে রোডে অবস্থিত আমুর বাড়িতে হাতুড়ি দিয়ে ভাঙচুর চালানো হয়।
এর আগে সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে অবস্থিত ফিরোজা আমু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা। এ সময় পাশে থাকা ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নামফলকও তারা ভাঙচুর করে।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখল করেছিল। তাদের আমলে অবৈধভাবে এমপি মন্ত্রীরা সম্পদের পাহার গড়ে তোলেন। এই অবৈধ সম্পদের পাহার গড়ে তোলার মধ্যে ঝালকাঠির সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও রয়েছেন। তিনি জোরপূবর্ক কালেক্টরেট স্কুলের জমি দখল করে নিজের ও তার স্ত্রীর নামে দুটি প্রতিষ্ঠান করেছিলেন। ফ্যাসিবাদের দোসরদের সকল আস্তানা ভেঙে দেওয়া হবে বলেও জানান তারা।
মানবকণ্ঠ/এসআর
Comments