![Image description](https://manage.manobkantha.com/files/img/202502/81f9fbb0b3818bd9274f2fc3625e6551.jpg)
নাটোরে জেলা আওয়ী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কান্দিভিটা এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে জুলাই স্মৃতি শিশু পার্ক, নাটোরের সাইনবোর্ড টাঙিয়ে দেন তারা।
এরা আগে, নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আবারো অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ছাত্র-জনতার একটি মিছিল শহরের কান্দিভিটা এলাকায় শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয়।
স্থানীয় লোকজন জানান, রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটি মিছিল সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে প্রবেশ করে। এসময় ছাত্র-জনতা ওই বাড়িতে থাকা একটি পোড়া গাড়িতে ফের আগুন দেয় এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে আগুন দিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যান। এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তবে ওই বাড়িতে কিছুই নেই। আর বাড়িতে কেউ থাকেও না।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই আলোচিত জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরদিন বাড়িটি থেকে আগুনে পোড়া ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
মানবকণ্ঠ/আরআই
Comments