
বগুড়ার সোনাতলা উপজেলায় কমিটি গঠন নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত যুবদল নেতা রাশেদ হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিলাদুন্নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি প্রতিপক্ষের হামলায় আহত হন পাকুল্যা ইউনিয়ন যুবদল আহ্বায়ক রাশেদ হাসান। তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে রাশেদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন গতকাল শুক্রবার সন্ধ্যার পর অভিযুক্ত বিএনপি নেতা আবদুল হান্নানসহ ৬-৭ জনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। অভিযুক্ত বিএনপি নেতা আবদুল হান্নান পাকুল্যা ইউনিয়ন বিএনপির সভাপতি।
Comments