Image description

নওগাঁর বদলগাছীতে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার মামলায় রিপন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁকে নওগাঁ আদালতে তোলা হয়। 

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, স্থানীয় শিশুটি দুপুরে গ্রামের একটি পুকুরে গোসল করছিলো। এমন সময় রিপন মন্ডল নামের স্থানীয় যুবক শিশুটির হাত ধরে পুকুরের পশ্চিম পারে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটির ডাকচিৎকারে প্রতিবেশী আলাউদ্দিন এবং তার বাবা ছুটে এসে দেখে শিশুটি বিবস্ত্র। তখন রিপন কে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়।  

এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে রবিবার রাতে বদলগাছী থানায় একটি মামলা করেন। ওই মামলায় রিপন কে গ্রেপ্তার দেখানো হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলীর বলেন,  রিপনের বিরুদ্ধে নারী ও শিশু আইনে ধর্ষণ চেষ্টায় মামলা করা হয়েছে।

মানবকণ্ঠ/এসআর