
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শহর থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী ও তার মেয়ের জামাই আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি।
এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, আটককৃতরা ৫ আগস্টের পর থেকে রাজশাহী শহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাঁদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments