Image description

ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০টি অবৈধ ইটভাটাকে ৩৮ লক্ষ  টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪ টি ভাটার চিমনি আংশিক  ধ্বংস ও ৬ টি ভাটার  কার্যক্রম একেবারে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এতে নান্নার ইউনিয়নের জলসীন এলাকায় ৪ টি ও নান্নার এলাকায় ৪ এবং সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় ২ টি ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। 

পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ টি ভাটাকে জরিমানা করা হয়েছে।

ভাটাগুলো হলো- মা স্টার ব্রিকস, মা ব্রিকস, পিউর ব্রিকস ও জয় বাংলা ব্রিকসকে ৫ লক্ষ করে মোট ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । এছাড়া মোহাম্মদ আলী ব্রিকস, আইএনসি ব্রিকস, আরএসবি ব্রিকস, জে এনবি ব্রিকস, এটিসি -১, এটিসি-২ ব্রিকসকে ৩ লক্ষ টাকা করে মোট ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় ১০ টি ইটভাটাকে মোট ৩৮ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম বলেন, অভিযানের মাধ্যমে উপজেলার নান্নার ও সূতিপাড়া  ইউনিয়নে এসব অবৈধ ইটভাটায় পরিবেশ এবং জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করে অবৈধ দশটি ভাটায় নগদ ৩৮ লক্ষ  টাকা জরিমানাসহ মা স্টার ব্রিকস, জেএনবি ব্রিকস, এটিপি -১, এটিপি-২ ব্রিকসকে আংশিক ভেঙে দেওয়া হয়েছে এবং মা ব্রিকস, পিউর ব্রিকস,জয় বাংলা ব্রিকস, মোহাম্মদ আলী ব্রিকস, আইএনসি ব্রিকস, আরএসবি ব্রিকস, জে এনবি ব্রিকসকে ইট  উৎপাদনসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছা. জেসমিন আক্তার, পরিদর্শক হাবিবুর রহমান ও এস এম মনজুর উল আলম এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে  র‍‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিল।