Image description

নারায়ণগঞ্জের আড়াই হাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি )সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াই হাজার উপজেলার উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার সার্বিক সহযোগিতায় গোপালদী বাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়। 

মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রি চিকিৎসা, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ফিজিওথেরাপি ও ডেন্টাল সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এ সময় সতেরো জন বিশেষজ্ঞ চিকিৎসক দুই সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এন ডি এফ এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা আলী আশরাফ খানের ব্যবস্থাপনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এন ডি এফ এর জেলা সেক্রেটারি ডা আবদুল মালেক, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী মোল্লা প্রমুখ।  

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ভাষা আন্দোলন ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও মানবতার কল্যাণ সাধনের জন্য এই মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।