Image description

কক্সবাজারের টেকনাফে  ৮০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে  র‍্যাব-১৫। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তথ্যটি জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হলেন- টেকনাফের হ্নীলা মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যংখালীর মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯) ও ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫)।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন টেকনাফের হ্নীলা এলাকায় মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যমতে মঙ্গলবার বিকেলে র‍্যাব-১৫ , সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল ওই স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, এসময় টেকনাফের হ্নীলা মৌলভীবাজার নাইক্ষ্যংখালী দক্ষিণপাড়া এলাকায়  র‍্যাবের অভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ৪ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তাদের ২-৩ জন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে আটক মাদক কারবারিদের হেফাজত থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মানবকণ্ঠ/এসআর