Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলায় দুই তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মেলার দ্বিতীয় দিন এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, ‘অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। একদম পাহাড়ের চূড়ায় তাদের মৃত্যু হয়েছে। মরদেহ নামানো হয়েছে, তবে তাদের পরিচয় এখনও আমরা জানতে পারিনি। যারা মারা গেছে তাদের একজন নারী ও আরেকজন পুরুষ।’

সীতাকুণ্ড স্রাইন (মন্দির) কমিটির সহ-সম্পাদক সুব্রত চক্রবর্তী জানান, মেলার প্রথম দিনে এবার দর্শনার্থী তুলনামূলক কম ছিল। কিন্তু আজ মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের এত ভিড় ছিল যে চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথে পা ফেলার জায়গা ছিল না। চন্দ্রনাথ মন্দিরে দুজন তীর্থযাত্রী মারা যাওয়ার বিষয়টি শুনেছি।