Image description

নরসিংদীতে রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে মাহমুদুল হাসান চৌধুরী সুমন নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। বুধবার নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা নরসিংদী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

মাহমুদুল হাসান চৌধুরী সুমন নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক।  

অভিযোগপত্রে বলা হয়, স্থানীয় মাহমুদুল হাসান চৌধুরী সুমন ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছেন। তারা স্টেশনের ভিআইপি কক্ষে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসান এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে একদল লোক স্টেশনের অফিস কক্ষে ঢুকে স্টেশন মাস্টারসহ কর্মচারীদের লাঞ্ছিত করে ও প্রাণনাশের হুমকি দেয়।

স্টেশন মাস্টার মুসা বলেন, ‘চাঁদাবাজ সুমন ও তাঁর লোকজনের অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিয়মিত কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তারা শুধু আমাদের নয়, যাত্রীদেরও হয়রানি করছেন। সুমন আমাদের একজন সিনিয়র স্টাফকে নির্যাতন করেছে। আমরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীকে যতটা লাঞ্ছিত ও হয়রানি করেছে, আওয়ামী লীগের আমলেও আমরা এতটা বঞ্চনার শিকার হয়নি।’

মানবকণ্ঠ/এসআর