Image description

চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাতপরিচয়ের এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(৩ মার্চ) সকাল ১০টার দিকে বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকায় আনোয়ারা-বাঁশখালী আঞ্চলিক সড়কের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়কের পাশে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাঁর  পরিচয় শনাক্ত করতে না পারায় পুলিশে খবর দেয়। পরে আনোয়ারা থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আনোয়ারা সার্কেলের সহকারী কমিশনার সোহানুর রহমান সোহাগ ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

ওসি মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যা করে রাতে গাড়িতে করে মরদেহ সড়কের পাশে রেখে চলে গেছে। মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।