Image description

বগুড়ার ধুনট উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে বিকাশ এজেন্টের প্রায় ১০ লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানী গ্রামের মজনু আলম মথুরাপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্টের ব্যবসা করে আসছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইসলামিয়া টেলিকম। অন্যান্য দিনের মতো সোমবার আসরের নামাজ আদায়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখে পাশেই মসজিদে যান। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে কোনো লোকজন ছিল না। এ সুযোগে কে বা কারা ওই ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মানবকণ্ঠ/আরআই