
ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিফাত (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত রিফাত আজিমপুর রায়হান কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কামরাঙ্গীরচর মাতবর বাজার এলাকার বশির আহমেদ বাচ্চু মিয়ার ছেলে।
রিফাতের সহপাঠী মো. নিবিড় বলেন, ‘আমার বন্ধু রিফাত আজিমপুর রায়হান কলেজে থেকে দ্বাদশ শ্রেণিতে ফাইনাল পরীক্ষা দিয়েছিল। গত রাতে রিফাতের মোটরসাইকেলে চলে আমরা মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলাম। এ সময় রিফাত নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। পথে আব্দুল্লাহপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে আমি সামান্য আহত হলেও গুরুতর আহত হয় রিফাত। পরে দ্রুত রিফাতকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান রিফাত আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রাতে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই
Comments