Image description

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ বাজারে ‘শাপলা চত্বর’ নামে একটি স্থান থাকলেও সেখানে বাস্তবে কোনো শাপলা ফুল নেই। প্রায় আট বছর আগে নির্মিত এই চত্বরটি কর্তৃপক্ষের উদাসীনতায় এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

সুন্দরগঞ্জ পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মীরগঞ্জ বাজার। বন্দর হিসেবে পরিচিত এই বাজারে রড, সিমেন্ট, ঢেউটিন, সার, বড় বড় হার্ডওয়্যারের পাইকারি ও খুচরা দোকান এবং ধান-চালের আড়ত রয়েছে। প্রতি বুধ ও শনিবার এখানে অঞ্চলের সবচেয়ে বড় হাট বসে এবং অন্যান্য দিনও বাজার চালু থাকে।

পৌরসভার প্রায় ৩০ শতাংশ লোকের বসবাস এই এলাকায়। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগমের কারণে বাজারের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে প্রায় আট বছর আগে পৌরসভা মীরগঞ্জ-সোনারায়-হাসানগঞ্জ ও সুন্দরগঞ্জ-মীরগঞ্জ-চৌধুরানী-রংপুর সড়কের সংযোগস্থলে ‘শাপলা চত্বর’ নির্মাণের উদ্যোগ নেয়। সরকারি জায়গা থেকে একটি বাড়ি সরিয়ে ত্রিভুজাকার স্থাপনা তৈরি করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেখানে শাপলা ফুল ফোটেনি।

সরেজমিনে দেখা যায়, চত্বরটি অপরিষ্কার ও আবর্জনায় পূর্ণ। বিভিন্ন সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন ঝুলছে সেখানে। স্থানীয় দোকানদাররা তাদের ক্যাশ মেমোতে ‘শাপলা চত্বর’ লিখলেও বাস্তবে সেখানে কোনো শাপলা ফুল নেই।

সুন্দরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আবুল বাশার মানবকণ্ঠকে বলেন, পৌর প্রশাসকের সাথে কথা বলে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে । 

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজির হোসেন মানবকণ্ঠকে মুঠোফোনে জানান, বিষয়টি খতিয়ে দেখে কার্যকরী পদক্ষেপ নেবেন তিনি।