Image description

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ নূর (৩০) নামে এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৪ মার্চ) রাত ৮টার দিকে উখিয়া ২০নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত নূর উখিয়া ২০নং ক্যাম্পের হেড মাঝির দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

তিনি জানান, তারাবির নামাজ শেষ করে নূর নামে এক হেড মাঝি মসজিদ থেকে বের হলে ৬-৭ জন সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলমান।