Image description

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার(৬ মার্চ) দুপুরে উপজেলার চাঁদপাড়া রেলগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়র জানায়, চাঁদপাড়া রেলগেট থেকে ২’শ মিটার দূরে একটি মাঠের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।  খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।  নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।  ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন,  মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।  এ ঘটনায় এখনো নিহতের পরিচয় জানা যায়নি।  পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।