Image description

কুমিল্লার দেবিদ্বারে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইউছুফপুর কালভার্টের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেন।

ওসি শামসুদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ আমাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ হবে। তাকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা করে হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় হাইওয়ে সড়কের ব্রিজের ওপর থেকে কালভার্টের নিচে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ সনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।