চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পুড়েছে দোকান-গোডাউন, সোয়া এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে প্রায় সোয়া এক ঘণ্টা পর। আগুনে অনেক দোকানপাট এবং কয়েকটি গোডাউন পুড়ে গেছে।
রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত কি থেকে তা আমরা এখনো জানতে পারিনি। আমাদের নির্বাপণ অপারেশন এখনো চলমান। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সূত্রপাত নির্বাপণের পরে জানানো যাবে। তবে বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখনো কাজ করছি। এখানে কয়েকটি দোকান এবং গোডাউন পুড়ে গেছে। তবে আমিন জুট মিলস এবং এর সংলগ্ন পেট্রোল পাম্প অক্ষত রয়েছে।
এর আগে, আজ দুপুর ২টা ৫০ মিনিটের দিকে আতুরার ডিপো এলাকার আমিন জুট মিলসের উত্তর গেট সংলগ্ন কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বায়েজিদ, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।
Comments