Image description

বগুড়া জেলা কারাগারে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। তিনি ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় কারাগারে আটক ছিলেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টায় অসুস্থ অবস্থায় তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত নেতার নাম এমদাদুল হক ভুট্টু (৫১)। তিনি গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বগুড়ার গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও গাবতলী শাখার সভাপতি সুরাইয়া জেরিন রনি গত ৩০ সেপ্টেম্বর গাবতলী থানায় তার বাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলা করেন। এ মামলায় এমদাদুল হক ভুট্টুকে গত ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, আসামি ভুট্টু উচ্চ রক্তচাপসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মঙ্গলবার সাহরি ও ফজর নামাজের পর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তাকে বগুড়ায় শজিমেক হাসপাতালে পাঠানো হলে সকাল ৭টা ১০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুপুরে সুরতহাল, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, গত ৫ আগস্টের পর বগুড়া কারাগারে আটক অবস্থায় অসুস্থ হয়ে এ পর্যন্ত আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী মারা গেছেন।