Image description

পিরোজপুরে সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বাধা ও জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি মহিলা কলেজের বিক্ষোভ মিছিল চলাকালে সিভিল সার্জন অফিসের সামনের সড়কে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. ফরহাদ। 

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন অফিসের সামনের সড়কে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা।

এ সময় ওই যুবক শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করেন।

শিক্ষার্থীরা বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড ও সাঈদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসছিল। এ সময় সাঈদী ফাউন্ডেশনে সামনে থেকে একটি যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং শিক্ষার্থীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে ওই যুবক শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগান দিতে বলে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, একটি যুবক কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্ত্যক্ত করে এবং জয় বাংলা স্লোগান দিতে বলে। পুলিশ সুষ্ঠু বিচার করবেন বলে আশ্বস্ত করেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, ‘মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ফরহাদ নামে এক যুবক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেন। আমরা ওই যুবককে পুলিশ হেফাজতে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’