
বরগুনায় ডালখেত থেকে ব্যবসায়ী মোহাম্মদ মিরাজ মুন্সীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মিরাজ মুন্সী বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকালে কুমড়াখালি গ্রামের লোকজন ডালখেতে কাজের উদ্দেশ্যে বের হলে খেতের মাঝখানে পরিত্যক্ত একটি ঝোপের পাশে মিরাজের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসীর চিৎকারে লোকজন জড়ো হলে থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের মোহাম্মদ হোসেন মুন্সির ছেলে মোহাম্মদ মিরাজ বাড়ির সামনে মুদিদোকান চালাতেন। মঙ্গলবার রাতে মিরাজ দোকান থেকে বাসায় ফেরেননি। বুধবার সকালে মিরাজের মরদেহ স্বজনেরা মুগ ডালখেতে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে আমি এবং সদর সার্কেল স্যার ঘটনাস্থলে যাই। প্রাথমিক সুরাতহালে বিষয়টি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments