
দেয়ালের এক পাশের নালায় কাজ করছিলেন চারজন শ্রমিক। হঠাৎ বাড়ির দেয়াল ধসে পড়ে তাদের ওপর। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত (৩৫) এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছে ২-৩ জন। শনিবার (১৫ মার্চ) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার শাহজাহান আলীর বাসার দেয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল থেকেই পৌরসভার নালায় শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ পাশের একটি বাড়ির দেয়াল ধসে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে শ্রমিকরা অন্য এলাকার হওয়ায় এখনও নাম ঠিকানা পাওয়া যায়নি ।
Comments