
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৫ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। রবিবার বিকালে ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সারডুবি কানারবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিশুটির অবস্থার অবনতি হলে রাতে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত চাচা রাবিউল ইসলামকে আটক করেছে। অভিযুক্ত রাবিউল ইসলাম সারডুবি কানারবাজার গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী।
লিশ জানায়, রবিবার বিকালে রাবিউল ইসলাম তার ৫ বছর বয়সী ভাতিজিকে ডেকে তার রুমে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এসময় রাবিউল বাড়ি থেকে পালিয়ে যায়।
শিশুটির বাবা বলেন,’ অভিযুক্ত রাবিউল ইসলাম আমার চাচাতো ভাই। আমার মেয়ের অবস্থা সংকটাপন্ন। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি।’
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল হক বলেন, শিশুটির বয়স ৫ বছর। শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শিশুটির প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, ঘটনাটি লোকমুখে শোনামাত্র আমি মেডিকেলে যাই। শিশুটিকে দ্রুত সদর হাসপাতালে প্রেরণ করি একই সাথে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাবিউল ইসলামকে গ্রেফতার করি।
মানবকণ্ঠ/আরআই
Comments