Image description

চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। পরিবারের দাবি, অভিযুক্ত প্রতিবেশীকে কামড় দিয়ে রক্ষা পায় ওই শিশু। যশোরের চৌগাছা উপজেলায় রবিবার এ ঘটনা ঘটে। চৌগাছা থানায় এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে।

শিশুটির পরিবারের অভিযোগ— অভিযুক্ত প্রতিবেশী সম্পর্কে শিশুটির চাচা হয়। দাদি ডাকছেন বলে তাকে একটি কবরস্থানে নিয়ে ধর্ষণচেষ্টা করা হয়। এ সময় ওই প্রতিবেশীর হাতে কামড়ে দেয় এবং চিৎকার করতে থাকে। চিৎকার শুনে মাঠের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

এ ঘটনার পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযানে রয়েছে।

মানবকণ্ঠ/আরআই