Image description

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চাঁদপুর মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান)। রোববার( ১৬ মার্চ ) দুপুর বারোটার দিকে ফেসবুকে নিজের আইডিতে এই পোস্ট করেন তিনি।

মিজানুর রহমান মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের মৃত আব্দুর রব চৌধুরীর ছেলে। তিনি খুলনা কলেজ ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তিনি মতলবে উপজেলা যুবলীগের আহ্বায়ক দায়িত্বের শেষে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। মিজানুর রহমান একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মিজানুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘প্রিয় ভাইয়েরা আমি সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে কোনো দলেরই রাজনীতি করব না। কারণ আমার চরিত্রে দলীয় রাজনীতি মানায় না। আমি দলমত সব সাধারণ জনগণের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বিগত ৩০ বছর মতলবের মানুষের পাশে থেকেছি; মহান আল্লাহতায়ালা যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু করেছি। আমি মানুষের উপকার করতে ভালোবাসি। ৩০ বছরে ১ জন মানুষকে না বলতে পারি নাই যে দল বা যে গ্রুপই হোক না কেন। আজ থেকে আমার পরিবার শান্তি পাবে। মহান আল্লাহর রহমতে জীবনে কখনো দল বিক্রি করতে হয় নাই। দোয়া করি তৃণমূলের কর্মীরা ভালো থাকুক। তবে দেশের এই ক্রান্তিলগ্নে আমার মনের কথাগুলো লিখে যাব। দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।’