Image description

বগুড়ার শেরপুরে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. অন্তর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শেরপুরের বিরইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তরে মাগুরা জেলার শালিখা থানার ছানি আড়পাড়া গ্রামের মো. আলমের ছেলে ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জিএম (মার্কেটিং) মো. মতিউর রহমানের ভাগিনা।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাগুড়া জেলার শালিখা উপজেলা ছানি আড়পাড়া গ্রামের মো. আলমের হোসেনের ছেলে অন্তর হোসেন বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামে তার খালার বাসায় থাকতো। শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন অন্তর। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সে মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা। এছাড়া বাসটি শনাক্ত করাসহ চালক ও হেলপারকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।