
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা খানা এলাকায় বালু তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার তললী গ্রামে এই ঘটনা ঘটে। মেহেদি হাসান রাকিব ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, স্থানীয় ইয়াসিন ও মেহেদি হাসান রাকিবের সাথে বালু তোলা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ১০টার দিকে দুই পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ যুবকের নাম জানা যায়নি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানে হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
Comments