Image description

পাবনার চাটমোহরে খেলার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় শমসের আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার(১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির পর প্রতিবেশী (সম্পর্কে দাদা) শমসের আলী শিশুকে খেলার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার দিলে লোকজন ছুটে এলে ভয়ে পালিয়ে যান শমসের আলী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শমসেরকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।