
পাবনার চাটমোহরে খেলার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় শমসের আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার(১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির পর প্রতিবেশী (সম্পর্কে দাদা) শমসের আলী শিশুকে খেলার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার দিলে লোকজন ছুটে এলে ভয়ে পালিয়ে যান শমসের আলী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শমসেরকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
Comments