
কিশোরগঞ্জ শহরের ভাড়া বাসা থেকে লুৎফর রহমান (৭৫) নামের এক মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকালে শহরের চর শোলাকিয়া এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লুৎফর রহমান কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের কাছারি বাজার জামে মসজিদের সাবেক খতিব ছিলেন। পরিবারের সদস্যরা বলছেন, তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শহরের চর শোলাকিয়া এলাকার ভাড়া বাসার বাথরুমে গিয়ে মাওলানা লুৎফর রহমান ফল কাটার ছুরি দিয়ে নিজের গলায় ছুরি চালান। হঠাৎ সেখান থেকে চিৎকারের শব্দ শুনে তার স্ত্রী কাছে গিয়ে গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এর আগে ২০২২ সালের ১১ জুলাই রাতে কে বা কারা তাকে বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছিল। পরে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
এ বিষয়ে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমাদ রশিদ বলেন, ‘লুৎফর রহমান বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ভাড়া বাসার বাথরুমে নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। ছুরিটিও উদ্ধার করা হয়েছে।’
কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে আমরা অধিকতর তদন্ত করছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
Comments