
নরসিংদীর রায়পুরা পৌর শহরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে খাবারের প্রলোভন দেখিয়ে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে খালেক মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খালেক উপজেলার সাহারখোলা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এবং পেশায় একজন মাংস ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে পৌর শহরের হাসিমপুর মৌলভীবাজারে মাংস ব্যবসায়ী খালেক মিয়ার দোকান থেকে অজ্ঞাত এক নারীর চিৎকার ও অস্বাভাবিক শব্দ শোনা যায়। এতে বাজারের নৈশপ্রহরীসহ আরো কয়েকজনের সন্দেহ হলে দোকানের সামনে জড়ো হন তারা।
ওই সময় প্রমাণ হিসাবে সাটারের নিচ দিয়ে ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করা হয়। পরে স্থানীয়দের চাপের মুখে সাটার খুলে দেন খালেক। তখন দোকানের ভেতর ভারসাম্যহীন ওই নারীকে দেখতে পাওয়া যায়।
ঘটনার পর মাংস ব্যবসায়ী খালেক মিয়াকে আটক করে স্থানীয়রা। পরে ওই রাতে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি। খবর পেয়ে রাতে পুলিশ অভিযুক্ত খালেক মিয়াকে ধরতে অভিযানে নামে।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, ‘ ঘটনার সত্যতা এখনও পাইনি। এনিয়ে তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত আছে।
Comments