
টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে দেনাদারের বাড়ির উঠানের লাল মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মাসুদ সিকদার নামে যুবদলের সাবেক এক নেতার বিরুদ্ধে।
মাসুদ সিকদার গত বৃহস্পতি ও শুক্রবার রাতে আজগানা ইউনিয়নের ভালুকাচালা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে আজাহার মিয়ার বসতবাড়ির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাসুদ সিকদার মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক।
ভুক্তভোগী আজাহার মিয়া গণমাধ্যমকর্মীদের জানান, গতবছর মাসুদ সিকদারের কাছ থেকে বাকিতে এক লাখ টাকার ইট নিয়ে ঢাকার একটি সাইটে দেন তিনি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকার ওই ব্যবসায়ী ইটের টাকা না দিয়ে গা ঢাকা দেন। এরপর মাসুদ সিকদার ইটের টাকার জন্য তাকে নানাভাবে তাগাদা দিতে থাকেন। একপর্যায়ে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন মাসুদ সিকদার। গত বৃহস্পতি ও শুক্রবার রাতে মাসুদ ভেকু মেশিন দিয়ে আজাহার মিয়ার বাড়ির উঠানের লাল মাটি কেটে ভাড়ি ড্রাম ট্রাকে ভাটায় বিক্রি করেন।
আজাহার মিয়া গণমাধ্যমকর্মীদের বলেন, ‘পুরো আজগানা গ্রামটা তাদের পরিবারের কাছে জিম্মি। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। আমি এর উপযুক্ত বিচার চাই।’
এ বিষয়ে যুবদল নেতা মাসুদ সিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Comments