Image description

গাজীপুরে বন্ধুদের নিয়ে বাবাকে পেটাল ছেলে। বাবাকে পিটিয়ে চলে যাওয়ার সময় এলাকাবাসী ছেলে ও তার তিন বন্ধুকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর আজিমপুর গ্রামের এ ঘটনায় বুধবার পিটুনির শিকার আসাদুজ্জামান ছেলে আবির আহমেদকে (১৭) প্রধান আসামি করে থানায় মামলা করেছেন। 

স্থানীয়রা জানান, আসাদুজ্জামানের প্রথম স্ত্রীর ঘরের ছেলে আবির। স্বামী ও ছেলেকে দেশে রেখে বছর পাঁচেক আগে পারুল আক্তার বিদেশে চলে যান। এরই মধ্যে আসাদ দ্বিতীয় সংসার পাতেন। প্রথম স্ত্রী দেশে ফিরে আসার আগে তাঁর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরে গত সোমবার রাতে ছেলে আবির তার বন্ধুবান্ধব ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে আসাদের ওপর হামলা করে। 

বেদম মারধর করে ফেলে রেখে চলে যাওয়ার সময় তাঁর চিৎকারে এলাকার লোকজন জড়ো হন। পরে আবির, তার বন্ধু জাহিদ হাসান (১৬), জিহাদ আলম (১৭) ও মারুফ মিয়াকে (১৬) হাতেনাতে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। আসাদুজ্জামানের অভিযোগ, প্রথম স্ত্রী পারুল তাঁর ছেলেকে দিয়ে তাঁকে (আসাদ) এভাবে মারধর করিয়েছেন।   

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, আটক চারজনকে আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই