চৌদ্দগ্রামে ত্রিপক্ষীয় সংঘর্ষ, নিয়ন্ত্রণে যৌথবাহিনী

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামে পৈত্রিক সম্পত্তির বন্টন নামা নিয়ে ভাইয়ে ভাইয়ে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। বুধবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এই সংঘর্ষ চলতে থাকলে এক পর্যায়ে যৌথবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার দিন দুপুর ৩ টায় নিজ বাড়িতে গ্রাম্য সালিশ বসলে কথাবার্তার এক পর্যায়ে তিন ভাইয়ের পরিবারের মাঝে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এই সময় উভয় পক্ষের বসত ঘড় ও দোকান ভাঙচুর করা হয়।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে , বড় ভাই মোঃ দুলাল ও মেজো ভাই আবুল হোসের সাথে ছোট ভাই আবদুর রসিদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘ ৮-৯ বছর একাধিকবার গ্রাম্য সালিশ হলেও এর স্থায়ী কোন সমাধান আসেনি। তারই ধারাবাহিকতায় বুধবার পুনরায় গ্রাম্য সালিশ বসলে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী জানায় যে, ছোট ভাই আবদুর রশিদ সালিশের সিদ্ধান্তকে অবহেলা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। যৌথবাহিনীর হস্তক্ষেপে বিকেল ৫ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই বিষয়ে যৌথবাহিনীর সাথে যোগাযোগ করলে তারা বলেন, পুনরায় যাতে সংঘর্ষ না বাঁধে এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রয়োজনে তিন পক্ষকে আইনি প্রক্রিয়ায় থানায় বসে মীমাংসার পরামর্শ দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই
Comments