
নেত্রকোণার মদনে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ দুই শিশুকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
বুধবার দুপুরে মদন পৌরসভার কৃষি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান।
এ ঘটনায় নির্যাতিত এক শিশুর চাচা মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে দুই শিশুকে উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- মদন পৌরসভার আগরিপাড়া এলাকার সুকেল মিয়া (২৬) ও উপজেলার খাগুরিয়া এলাকার জয়নাল মিয়া (২০) ।
আর দুই শিশুর মধ্যে একজনের বাড়ি চানগাঁও ইউনিয়নে। অপর শিশুর বাড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। তাদের একজনের বয়স ১২ বছর; অপরজনের ১৩ বছর।
“তাদেরকে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়। পরে ভিডিওটি পুলিশের নজরে আসলে তারা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেয়।
এ ঘটনায় নির্যাতনের শিকার এক শিশুর চাচা লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Comments