Image description

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) গভীর রাতে সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জিয়া নগর এলাকার আজিম খাঁর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় সালমা খাতুন, মো. শাহাজাহান, রাশেদ, সোহেলের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে ওই পরিবারগুলোর লোকজন ঘুমিয়ে যায়। গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে চার দিকের লোকজন জড় হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উত্তম চৌধুরী জানান, খবর পেয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কি কারণে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে।