Image description

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী স্ত্রীর পরিবার এটিকে হত্যা বললেও অভিযুক্ত স্বামীর পরিবার বলছে আত্মহত্যা। 

অভিযুক্ত স্বামী মেহেদী হাসান (২২) ও নিহত স্ত্রী মাফিয়া বেগম (১৬)

মাফিয়ার পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় ৩ মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের  সঙ্গে মাফিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাফিয়া তার ছোটবোন মারিয়া (১০) কে তার স্বামীর বাড়িতে যেতে বলেন। এসময় মারিয়া তাদের বাড়িতে গিয়ে  দেখেন মেহেদী মাফিয়াকে  ব্যাপক মারধর করছে। মারিয়া বাড়িতে এসে  তা পরিবারের বলেন । রাত সাড়ে আটটার দিকে মেহেদী তার শ্বশুর হারিছকে ফোন দিয়ে জানান মাফিয়া গলায় দড়ি দিয়েছে। পরে মা হাফিজা বেগম ও বাবা হারিছ তাদের বাড়িতে গিয়ে মাফিয়াকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে, কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ জানান,  শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।