Image description

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকার ঢাকা-পাবনা মহাসড়ক থেকে মিলন হোসেন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। নিহত মিলন পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মেরিল বাইপাস মহল্লার আয়ুব আলী খাঁর ছেলে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, ইফতারের কিছুসময় আগে মিলন মুজাহিদ ক্লাব এলাকায় ইফতার করবে জানিয়ে বের বাড়ি থেকে বের হন। পরে জানা যায় বিশ্ববিদ্যালয় এলাকার ঢাকা-পাবনা মহাসড়কে অচেতন অবস্থায় মিলন পড়ে আছেন। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের ভাই ফারুক বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ভাই মুজাহিদ ক্লাব এলাকার উদ্দেশ্যে বের হয়েছিলেন সেখানে ইফতার করবেন জানিয়ে। কিন্তু তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় কীভাবে এলেন? তার সঙ্গে থাকা দুটি মোবাইলের স্মার্টফোনটি নেই।

তিনি দাবি করেন, তার ভাইকে ফোনে ডেকে নিয়ে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আপাতত মরদেহটি দেখে ধারণা করছি, এটি সড়ক দুর্ঘটনা। মরদেহের মাথাটি থেতলে গেছে, চেনার উপায় নেই। কোনো গাড়ি হয়ত চাপা দিয়ে পালিয়ে যেতে পারে। তবে পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হবে। মরদেহের ময়নাতদন্ত চলছে।

মানবকণ্ঠ/আরআই