Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মিরসরাই উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত গ্রুপ। বুধবার (২৬ মার্চ) বেলা ১২টায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল দিতে থাকেন। পুস্পস্তবক অর্পণ শেষে মিছিল সহকারে বিএনপি নেতাকর্মীরা উপজেলা সদর ত্যাগ করেন।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি। ফুল দেওয়াকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির মতো কোন পরিস্থিতি আজ ছিল না। প্রশাসন কেন ১৪৪ ধারা জারি করেছে সেটি বোধগম্য নয়।

উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘রাজনীতি কোনো চর দখল নয়। মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হতে পারে-এমন আশঙ্কা থেকে উপজেলা প্রশাসন যে ১৪৪ ধারা জারি করে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা তা ভঙ্গ করিনি। যারা শক্তি প্রদর্শন করে ১৪৪ ধারা ভেঙে মিছিল-সমাবেশ করেছে, প্রশাসন নিশ্চয়ই তাদের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।’

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেজন্য বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিলো। কিন্তু আজ (বুধবার) বেলা ১২টায় বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীর ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেছে। মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এবিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ২৬ মার্চকে ঘিরে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন স্বাক্ষরিত এই আদেশ দেন। বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮ টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। উল্লিখিত এলাকায় কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহনসহ একত্রে ৫ জন তার চেয়ে বেশী লোকজন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

জানা যায়, গত ২৩ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ঘোষণার পরপর পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও হামলা ভাঙচুর চালায়। এদিকে ২৪ মার্চ কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে।