Image description

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে বুধবার ইজিবাইকের চাপায় দাদি ও নাতি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। আতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

নিহতরা হলেন- ময়না ইউনিয়নের হাট ময়না গ্রামের আমিনুল রহমান মোল্লার স্ত্রী পারভিন বেগম (৪০) ও তার ৪ মাসের চাচতো নাতি।

জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কামারখালীর থেকে একটি ইজিবাইক বোয়ালমারী আসার পথে রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম, ছোট্ট নাতি ও জুনু বেগমকে (৫০) চাপা দেয়। এ সময় ইজিবাইক উল্টে পড়ে রাস্তার পাশে পড়ে যায়। ইজিবাইকে থাকা চালক ও চালকের স্ত্রীও গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত সকলকে প্রথমে বোয়ালমারী হাসপাতালে নিয়ে যায়। এ সময় গুরুতর আহত পারভিন বেগম ও তার শিশু নাতিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সামনে গেলে পারভিন বেগম মারা যায়। শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করে। অপর আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে ময়না গ্রামের প্রফেসর মজিবর রহমান জানান, ইজিবাইক চালকের বাড়ি কামারখালী এলাকায়। সে বোয়ালমারী আসার পথে রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম, জুনু বেগম ও তাদের কোলে থাকা নাতিকে চাপা দিলে ইজিবাইকটি উল্টে যায়। চাপা দেওয়ার ঘটনায় পারভিন বেগম ও তার চাচতো নাতি মারা যায়। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ আমাদের কাছে করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/আরআই