Image description

ময়মনসিংহ নগরীতে আড্ডার মধ্যে 'তুই' বলাকে কেন্দ্র করে মো. সজীব (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে শহরের হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সজীব হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনার কাজে সহযোগিতা করতেন।

বুধবার রাত পৌনে ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান।

ওসি শফিকুল বলেন, “রাতে হামিদ উদ্দিন রোডে সজিব ও শফিক মিয়ার ছেলে মন্টিসহ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এ সময় সজিব মন্টিকে ‘তুই’ বলায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।”

মানবকণ্ঠ/আরআই