
মানিকগঞ্জ সদর উপজেলার পালোরা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবদুর রউফ মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ছয়টায় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রউফ মোল্লা জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত শামসুদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
নিহতের ভাতিজা আবুল হাসান বলেন, কাকা আজ সকালে ইলেকট্রিক কাজ করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা করেন পথিমধ্যে তিনি দুর্ঘটনার শিকার হন। তার এসএসসি পড়ুয়া এক ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে তবে চালক এবং হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments