Image description

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি গাভি একসঙ্গে তিনটি ষাঁড় বাছুর জন্ম দিয়েছে। বর্তমানে গাভি ও বাছুর তিনটি সুস্থ রয়েছে, স্বাভাবিকভাবে খাবারও খাচ্ছে। ঘটনাটি বিরল বলে উল্লেখ করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বাহিরকাদি গ্রামের গৃহবধূ নাহিদা সুলতানার বাড়িতে পালন করা একটি গাভি এই তিন বাছুর জন্ম দেয়। এই অবস্থায় তাঁর বাড়িতে আনন্দের বন্যা বইছে। তাঁদের চোখেমুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল সকাল থেকে বাছুরগুলো দেখতে ভিড় করছে গ্রামবাসী।

নাহিদা সুলতানা জানান, ২০১৯ সালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে একটি গরু কিনেছিলেন। কেনার সময় গরুটি সাত মাসের গর্ভকালীন ছিল। পরে এর গর্ভে জন্ম নেয় একটি বাছুর। বাছুরটি বড় হয়ে ২০২২ ও ২০২৩ সালে একটি করে বাছুর দেয়। আর এবার একসঙ্গে তিনটি বাছুর হয়েছে।

এই গৃহবধূ জানান, গতকাল সেহরির সময় (রাত ৪টা) প্রথম বাছুরের জন্ম হয়। এর দেড় ঘণ্টা পর আরও একটি ও সকাল সাড়ে ৭টায় তৃতীয় বাছুরটি হয়। একসঙ্গে তিনটি বাছুর পেয়ে তাঁর পরিবারের সবাই খুশি।

কটিয়াদী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. লিটন মিয়া বলেন, উন্নত জাতের গাভি সাধারণত দুটি বাছুর জন্ম দিতে পারে। তবে সেটা খুবই কম। ২ থেকে ৫ শতাংশ গাভি একাধিক বাছুর জন্ম দিয়ে থাকে। একসঙ্গে তিনটি বাছুর জন্ম দেওয়ার বিষয়টি বিরল উল্লেখ করে তিনি বলেন, এটাকে মাল্টিপল অভ্যুলেশন বলে। একাধিক ডিম্বাণুর সঙ্গে একাধিক শুক্রাণুর মিলিত হওয়ার ফলে এমনটা হয়ে থাকে বলেও জানান এই কর্মকর্তা।