Image description

লক্ষ্মীপুরে একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর-মজু চৌধুরীহাট সড়কের তেরবেকী এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতেরা হলেন-জুতি বেগম (১৮) ও তাঁর ছেলে সিহাব হোসেন (৩)। আহতেরা একই পরিবারের শরীফ হোসেন, আবু তাহের ও রাজা মিয়া। এদের মধ্যে শরীফ হোসেন ও আবু তাহেরের অবস্থায় আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জুতি বেগম আহত শরীফ হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে জুতি বেগমের বুকে ব্যথা অনুভব করায় বাসা থেকে অটোরিকশা করে পরিবারের সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি তেরবেকী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা জোনাকী পরিবহন নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান জুতি বেগম।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, এ ঘটনায় নিহত জুতি বেগমের স্বামী শরিফ হোসেন, শিশু সন্তান সিহাব হোসেনসহ পরিবারের আরও পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল, পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে শিশু সন্তান সিহাব হোসেন মারা যায়। অন্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।  

ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মা জুতি বেগম ও শিশু সন্তান সিহাব হোসেন ঢাকা নেওয়ার পথে মারা যান। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। এ বিষয়ে মামলা ও বাসের চালককে আটকের চেষ্টা চলছে।