
ফরিদপুরে ঈদের জুতা কেনার পর সেটি পরিবর্তনকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত জন আহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে। ফরিদপুর কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের এক ব্যক্তি কানাইপুর বাজারের রহমান সু-স্টোর থেকে শনিবার রাতে এক জোড়া জুতা কেনেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি ওই জুতা পরিবর্তন করতে গেলে দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার ওই ক্রেতাকে মারধর করেন।
এর জের ধরে ওই ক্রেতা কিছু সময় পর তার লোকজন নিয়ে এসে দোকানদারের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় ওই ক্রেতার লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির সময় উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হন। গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments