
ঝালকাঠির রাজাপুরে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে সুজন হাওলাদার (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেলে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুর উপজেলার বাগরি বাজার সংলগ্ন ফরাজী বাড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহত সুজন উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘বরিশালগামী আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান ও রাজাপুরগামী যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজির সামনে বসা যাত্রী সুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।’
ওসি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং সিএনজি ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনার স্থলে গিয়ে সড়কে যান চলাচের স্বাভাবিক করে দেয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মানবকণ্ঠ/আরআই
Comments