Image description

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে সাবেক মেয়র মহসিন মধুর সাথে টমটম চালকদের গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকার এঘটনার সুত্রপাত ঘটে। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। এঘটনায় শ্রীমঙ্গলের সাবেক মেয়র মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মহসিন মিয়া মধু সহ ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী এবং এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। 

জানা যায়, গদার বাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং নিয়ে বিএনপি নেতা মহসিন গ্রুপের লোকজন ও বিএনপির নেতা আনার মিয়া মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় শ্রীমঙ্গলে ঈদের বাজার করতে আসা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।  অনেকে প্রাণভয়ে দৌড়াতে থাকেন। তখন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাংচুর করা হয়। ফুটপাতের ব্যাবসায়ীদের মালামাল লুটেরও অভিযোগ করেন কিছু সাধারণ ব্যাবসায়ীরা।

এ ঘটনায় শ্রীমঙ্গলের সাধারণ ব্যাবসায়ীরা মর্মাহত এবং চাঁদ রাতে এমন ঘটনায় ব্যাবসায়ীদের বিপুল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সাধারণ ব্যাবসায়ীরা। 

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারে হামলার ঘটনায় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কিছু টমটমসহ গাড়ি ভাংচুর করা হয়। পুলিশ ও যৌথবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধু সহ ১৪ জন আটক করা হয়েছে।